তিনি বলেন, আমরা মিছিল-মিটিং, আন্দোলন-সংগ্রাম করেছি কিন্তু এখন পর্যন্ত সরকারের টনক নড়াতে পারিনি। অবৈধ সরকার দেশ পরিচালনায়, মানুষের সমস্যা সমাধানে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সময় এসেছে প্রতিবাদের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে সরকারকে হটিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা।
বিএনপির মহাসচিব ফখরুল অভিযোগ করেন, ভিন্নমত স্থাপিত করতে, গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করতে সাংবাদিক, রাজনীতিবিদ এবং যারা ভিন্নমত পোষণ করে, লেখালেখি করে, প্রচারের মাধ্যমে কথা বলে তাদের গ্রেফতার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীকে একটা মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। শুধু গাজীকে নয়, অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হচ্ছে, হত্যার ঘটনা ঘটানো হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বন্দুকের ওপর ভর করে তারা ক্ষমতায় বসে আছে। এ সময় তিনি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ।