কোনো মণ্ডপে বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

কোনো মণ্ডপে বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার
তিনি বলেন, রাজধানীর কোনো মণ্ডপে এখন পর্যন্ত কোনে ধরণের সমস্যা বা বিশৃঙ্খলা হয়নি। আমরা মনে করি, অপ্রিতিকর কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। পূণ্যার্থীরা অত্যন্ত আনন্দ মুখোর পরিবেশে পূজা মণ্ডপে আসছেন। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে অনুষ্ঠান পালন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের সঙ্গে মুল জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। তারা বিভিন্ন অপপ্রচার চালাবে এটা সবাই জানেন। তাদের এসব অপপ্রচারগুলো যদি আমাদের বিশ্বাস করতে হয়, তবে ঢাকার রাস্তায় হাঁটতে পারবো না। তারা যেসব আপত্তিকর অপপ্রচার চালাচ্ছেন সেসবের কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই। এর আগে ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি