দক্ষিণ কোরিয়ায় মৌসুমি ফ্লু প্রতিরোধের জন্য টিকা নেওয়ার পর গত কয়েকদিনে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৩ জনের মৃত্যুর পরেও তারা এই ভ্যাকসিন প্রয়োগের কর্মসূচি বন্ধ করবে না
প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানায়, ছয়জনের মৃত্যুতে ভ্যাকসিন সরাসরিভাবে যুক্ত নয়। ভ্যাকসিনটিতে কোনো ধরণের বিষাক্ত উপাদান পাওয়া যায়নি বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বৃহস্পতিবার নয় জনের মৃত্যুর কথা জানিয়েছেন। এদিকে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ আরো চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যে মৌসুমি ফ্লু প্রতিরোধে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এক কোটি ৯০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।