মৃত সেই স্বেচ্ছাসেবীর ওপর অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি

মৃত সেই স্বেচ্ছাসেবীর ওপর অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি

অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়ালে নাম লেখানো একজন ব্রাজিলিয়ান স্বেচ্ছাসেবী মারা গেছেন। তবে ২৮ বছর বয়সী ঐ স্বেচ্ছাসেবীর ওপর কোনো ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি । এমনটি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এমনটি জানিয়েছে।

এর আগে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা (আনভিসা) অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়ালে নাম লেখানো একজন ব্রাজিলিয়ান স্বেচ্ছাসেবীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

সম্প্রচারমাধ্যম সিএনএন ব্রাজিলের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মৃত স্বেচ্ছাসেবী ২৮ বছর বয়সী একজন যুবক এবং সে রিও ডি জেনিরোর বাসিন্দা ছিলেন। করোনায় আক্রান্ত হয়েই ওই যুবক মারা গেছেন।

এদিকে স্বেচ্ছাসেবীর মৃত্যুর পরেও ব্রাজিলে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে আনভিসা। জানা গেছে , চীনের সিনোভ্যাকের ভ্যাকসিনের পাশাপাশি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটিতেও অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে ব্রাজিল সরকারের।

করোনায় সর্বোচ্চ মৃত্যুর বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ৫২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ভারত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন