নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে অনলাইনে নিত্য প্রযোজনীয় অনেক কিছুই করা যায়। ঘরের বাজার থেকে শুরু করে প্লেনের টিকিট পর্যন্ত পাওয়া যায় অনলাইনে। প্রযুক্তির এই উৎকর্ষতার সময়েও সেলুন সার্ভিস সার্ভিসকে অনলাইনে নিয়ে এসেছে ‘ছাঁটাই’। ‘ছাঁটাই’ হচ্ছে দেশের প্রথম ডেডিকেটেড মেনস্ হোম সেলুন। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করলেই গ্রাহক তার নির্ধারিত সময় ও প্রয়োজন মতো পেয়ে যান ডেডিকেটেড এই হোম সেলুন সার্ভিস। বর্তমানে রাজধানী ঢাকা ও পরবর্তীতে বন্দর নগরী চট্টগ্রামে বিস্তৃত হয়েছে ‘ছাঁটাই’র অগ্রযাত্রা। নতুনত্ব আর আধুনিকতার মিশেলে একঝাঁক তরুণ উদ্যোক্তার মেলবন্ধনে যাত্রা শুরু করে ছাঁটাই। ফ্যাশন সচেতন পুরুষের আস্থা অর্জন করতে সক্ষম ব্যতিক্রমী এই উদ্যোগটি। এক্সপার্ট হেয়ার স্টাইলারদের সঠিক সমন্বয় আর কাস্টম-মেইড সার্ভিস নিশ্চিত করতে ছাঁটাই সবসময় বদ্ধপরিকর। ‘ছাঁটাই’র অফিসিয়াল ফেসবুক পেইজ : https://www.facebook.com/chhataibd/