রায়হান হত্যায় কেউ ছাড় পাবে না: পররাষ্ট্রমন্ত্রী

রায়হান হত্যায় কেউ ছাড় পাবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে হত্যার সুষ্ঠু বিচার হবে। এতে কেউ ছাড় পাবে না। পুলিশ এ ঘটনার পর থেকে সর্তক থেকে কাজ করে যাচ্ছে। অপরাধী যতই বড় ক্ষমতাবান হউক তার বিচার হবে।

মঙ্গলবার দুপুরে আখালিয়ায় নেহারিপাড়ায় রায়হানের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানানোর পর এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সিলেটের মাঠিতে কেউ কোন অপরাধ করে বাঁচতে পারেনি। তাদের বিচার হয়েছে। রায়হান হত্যার বিচারও হবে। রায়হান হত্যার ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে।

 

এ ঘটনার পর এসআই আকবর পালিয়ে গেলেও তাকে ধরার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। আইন আইনের গতিতে চলছে। আকবরের কোন তথ্য থাকলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না