করোনা: মালয়েশিয়ায় একদিনে রেকর্ড সংক্রমণ

করোনা: মালয়েশিয়ায় একদিনে রেকর্ড সংক্রমণ

প্রাণঘাতী করোনা ভাইরাসে মালয়েশিয়ায় একদিনে রেকর্ড সংক্রমণের খবর পাওয়া গেছে। দেশটিতে রবিবার ৮৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা দেশটিতে করোনা হানার পর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বেরনামার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৪৯৮ জন। এতে মারা গেছে ১৮৭ জন।

মালয়েশিয়ার স্বাস্থ্য-মহাপরিচালক নূর হিশাম বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় সাবাহ রাজ্যে সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এরই প্রেক্ষিতে করোনা নিয়ন্ত্রণে গত মঙ্গলবার থেকে মালয়েশিয়ার বিভিন্ন অংশজুড়ে – যার মধ্যে সাবাহ, রাজধানী কুয়ালা লামপুরে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিএনএন

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি