ইন্টারনেট ও কেবল টিভির ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ শুরু হতে যাচ্ছে। কাজ শেষ করতে নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
রবিবার নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।
মেয়র বলেন, দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার কাটা হবে না। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আইএসপিএবি ও কোয়াব নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবে। সোমবার থেকে তারা কাজ শুরু করবে। আগামী নভেম্বরের মধ্যেই তারা কাজ শেষ করবে বলে জানিয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে ইন্টারনেট বিচ্ছিন্ন রাখার কর্মসূচি ঘোষণা করেছিল আইএসপিএবি এবং কোয়াব। এটা রবিবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রীর অনুরোধে এবং দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত স্থগিত করা হয়।