বিএসএফের গুলিতে দামুড়হুদা সীমান্তে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে দামুড়হুদা সীমান্তে বাংলাদেশি নিহত

দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবককের মৃত্যু হয়েছে।রবিবার ভোরে এ ঘটনা ঘটে।লাশ বিএসএফ নিয়ে গেছে। উভয় সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার ভোর চারটের দিকে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের সহিদুল ইসলামের পুত্র অমিদুল ইসলাম (২৪) গরু আনার জন্য সীমান্তের ৮৯ পিলারের কাছে অপেক্ষা করছিল। এ সময় বিএসএফের সদস্যরা পিছন থেকে গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে বিএসএফ লাশ নিয়ে চলে যায় বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙা ৬ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক লে.কর্নেল খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, বিএসএফের গুলিতেই তার মৃত্যু হয়েছে, পতাকা বৈঠক ও লাশ ফেরত চেয়ে পত্র দেওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন