করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ১২৭৪

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ১২৭৪

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬৬০ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ তিন হাজার ৯৭২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ১৮৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৬৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১০ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১২ জন পুরুষ ও নারী দুই জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ছয় জন, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে এক জন করে চার জন। রাজশাহী ও খুলনা বিভাগে দুই জন করে চার জন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৪ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন রয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৬৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৪ হাজার ১৯১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭১ হাজার ৯২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ২৬৫ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন