ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক টিম তার সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নীরিক্ষা করেছেন।তারা জানিয়েছেন রিজভীর শারীরিক অবস্থা মঙ্গলবারের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। ডা. জাহিদ আশা প্রকাশ করছেন খুব দ্রুতই তিনি পুরোপুরি আরোগ্য লাভ করবেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় রুহুল কবির রিজভীকে। সেখানে তাকে কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।