মাদারীপুরে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি

মাদারীপুরে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি

মাদারীপুরে কুমার নদের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়ায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

মানবন্ধনে বক্তব্য রাখেন কামাল হোসেন, শহীদ বেপারী, হাবিব মাতুব্বর, ফারুক হোসেনসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, পানি দ্রুত হারে কমতে থাকায় চরমগুগরিয়া নতুন ব্রিজ থেকে কুমার নদের পূর্ব গাছবাড়িয়ার নদটির মোড় পর্যন্ত নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করছে। প্রতি মুহূর্তেই নদী ভেঙে পড়ছে।

হুমকিতে রয়েছে গ্রামের প্রধান সড়কটিও। দ্রুত নদী শাসন বাঁধ নির্মাণ না করা হলে সড়ক যোগাযোগ বন্ধের পাশাপাশি অনেক বাড়িঘরও নদী ভাঙনে হারিয়ে যাবে। তাই দ্রুত বক্তারা এই এলাকার ভাঙন রোধ করার জন্য বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

দোকানে দোকানে ঘুরে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক কুবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের সাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন