সুইজারল্যান্ডকে হারিয়ে শীর্ষেই স্পেন

সুইজারল্যান্ডকে হারিয়ে শীর্ষেই স্পেন

উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ লিগে চার নাম্বার গ্রুপে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ঘরের মাঠ স্তাদিও আলফার্দো দি স্তেফানো স্টেডিয়ামে মিকেল ওইয়ারসাবালের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন।খেলার ১৪তম মিনিটে সুইসদের ভুলেই এগিয়ে যায় স্পেন। বল ক্লিয়ার না করে ডি-বক্সের ভেতরে এক জন আরেকজনকে পাস দিচ্ছিলেন সফরকারী ফুটবলাররা। তবে গোলরক্ষক ইয়ান সমেরের বাড়ানো বলের নাগাল পাননি গ্রানিত জাকা। আর সেই সুযোগে মিকেল মোরেনোর থেকে বল পেয়ে গোলটা সহজেই করে ফেলেন মিকেল ওইয়ারসাবাল।৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে স্পেন। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে জার্মানি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আমাদের দেশের দুই সীমান্ত একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব