দক্ষিণ কোরিয়ায় ৩৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড 

দক্ষিণ কোরিয়ায় ৩৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড 

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর উলসানের একটি বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে ৩৩তলা বিশিষ্ট ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাসের কারণে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

শুক্রবার সকাল পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

আগুন লাগার পর ভবনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদের মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৮০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সামহওয়ান আর্ট নুয়াউ নামে ভবনটির আটতলা এবং ১২তলার মধ্যে আগুনের সূত্রপাত হয়। ভিডিওতে দেখা যায়, পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

আবাসিক ও বাণিজ্যক ভবনটিতে ১২০টির মতো পরিবার ও কয়েকটি শপিং ইউনিট ছিল বলেও জানা গেছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত