প্রেসিডেন্টের কাছে বিক্রম দোরাইস্বামীর পরিচয়পত্র পেশ

প্রেসিডেন্টের কাছে বিক্রম দোরাইস্বামীর পরিচয়পত্র পেশ

ঢাকা: ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেন তিনি।

সূত্র জানায়, ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ৫ অক্টোবর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। ঢাকায় আসার পরদিন ৬ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করেন তিনি। এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন। পরিচয়পত্র পেশের পর সন্ধ্যায় ইন্ডিয়া হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিক্রম।

বাংলাদেশে ভারতের ১৭তম হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন বিক্রম দোরাইস্বামী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

এর আগে বেনাপোল সীমান্ত দিয়ে গত ২ অক্টোবর ঢাকা ছেড়েছেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। রীভার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সিলেটের জাফলংয়ে চলছে পাথর  হরিলুট, নেপথ্যে বিএনপির পদ-পদবীর নেতাকর্মীরা

প্রধান উপদেষ্টা বরাবর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি