গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য

গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য

নারায়ণগঞ্জ: ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার (৭ অক্টোবর) রাতে এক নারী বাদী হয়ে নয়নের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়ন ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক  বলেন,  দুই সন্তানের জননী ওই নারী সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন। কয়েক বছর আগে প্রেমের সূত্র ধরে নয়নের সঙ্গে তার বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়। বুধবার রাতে ওই নারী থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করেন। তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন নয়ন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

আ. লীগসহ ১১ দলের রাজনীতি নিয়ে রিট চালাবেন না সমন্বয়করা