রাজধানীতে বিকট শব্দে বিস্ফোরণ, আহত ৭

রাজধানীতে বিকট শব্দে বিস্ফোরণ, আহত ৭

ঢাকা: রাজধানীর আরমানিটোলার এপির সামনে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।

এছাড়া রাস্তার একটি অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলা মাঠ গেটের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে আহত সাতজনের তিনজনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ নামে এই তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে যারা ভর্তি হয়েছেন, তাদের অবস্থাও গুরুতর নয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, ধারণা করা হচ্ছে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে রাস্তার একটা অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া এ ঘটনায় পথচারীদের সাতজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের টেলিফোন অপারেটর আনিস বলেন, আরমানিটোলার রাস্তায় ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সাত কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব অবরোধ, যানচলাচল বন্ধ

পাঁচ ঘন্টা পর সড়ক ছাড়লেন সাত কলেজ শিক্ষার্থীরা; আগামীকাল ফের অবরোধ ঘোষণা