বিদেশি ক্রিকেটার টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলানোর পরিকল্পনা বিসিবির

বিদেশি ক্রিকেটার টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলানোর পরিকল্পনা বিসিবির

আগামী নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের খেলানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (০৬ অক্টোবর) মিরপুরের হোম অব ক্রিকেটে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাঁচ দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করবে বিসিবি। তবে টুর্নামেন্টের নাম কি হবে সেটা ঠিক হয়নি। বিদেশি ক্রিকেটার খেললে নিলামের ব্যবস্থা করাও হবে বলে জানান তিনি।

পাপন বলেন, ‘নভেম্বরের মাঝামাঝিতে (কর্পোরেট লিগ) শুরু হবে এই লিগ। পুরোটাই কর্পোরেট হবে কী না, বিদেশি ক্রিকেটার থাকলে অকশন হবে নাকি ওপেন করে দেওয়া হবে, যার যার মত নিয়ে আসবে। এই জিনিসগুলো চূড়ান্ত হয়নি। তবে অকশনই হবে। বিদেশি প্লেয়ারদের ব্যাপারটা আদৌ হবে কীনা, নিলে কয়জন, এরপর ওপেন থাকবে নাকি আমরা একটা পুল দিয়ে দেব, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি। বিদেশি ক্রিকেটারদের ব্যাপারটা কাল-পরশুর মধ্যে জানাতে পারবো। ‘

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত