আফগানিস্তানের প্রথম নারী হিসেবে হিন্দুকুশ পর্বতমালার নোসাখ শৃঙ্গ জয় করলেন ফাতেমা সুলতানি। এ সময় তার সঙ্গে ছিলেন আরো সাতজন নারী পর্বতারোহী।
এর আগেও ফাতেমা তার এই হাইক ভেঞ্চার নামের দল নিয়ে আফগানস্তানের তিনটি পর্বত তারা জয় করেন। তালেবানদের হাজারো বাঁধা টপকে এখন তাদের স্বপ্ন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার।
১৮ বছর বয়সী ফাতেমার বিশ্বাস আফগানি নারীরা পুরুষদের থেকে বেশী সাহসী! এমনকি তারাও বিশ্বের যেকোন প্রান্তের নারীদের মতো নিজ দেশের সব পর্বত বিনা বাঁধায় জয় করতে পারবে।
ফাতেমাসহ আফগানি এই কিশোরীদের পরবর্তী লক্ষ্য সব বাঁধা-বিপত্তি টপকে হিন্দুকুশ পর্বতমালার ‘মীর সামির’ শৃঙ্গ এবং মাউন্ট এভারেস্ট জয় করা।
পর্বতারোহী ফাতিমা সুলতানি বলেন, আমার লক্ষ্য গোটা বিশ্বকে দেখানো যে আফগান নারীরা অনেক সাহসী। তারা পুরুষদের থেকেও কঠিন কাজ করতে পারে। আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত জয় করার জন্য যদি বিশ্বের সবপ্রান্ত থেকে যদি মেয়েরা আসতে পারে তাহলে আমরা নিজেরা কেনো পারবো না?