বিচারের জন্য বদলি জিকে শামীমের মানি লন্ডারিং মামলা

বিচারের জন্য বদলি জিকে শামীমের মানি লন্ডারিং মামলা

ঢাকাবিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে হওয়া মানি লন্ডারিং মামলা বিচারের জন্য বদলি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিশেষ জজ-১০ এ বদলির আদেশ দেন।

 

এইসঙ্গে বদলি আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। আসামিরা সবাই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

সোমবার দুপুরে হুইলচেয়ারে করে জি কে শামীমকে আদালতে হাজির করে পুলিশ।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে এক কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মোট ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

আ. লীগসহ ১১ দলের রাজনীতি নিয়ে রিট চালাবেন না সমন্বয়করা