মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই দেশের সকল গৃহহীন মানুষকে বাসস্থান নিশ্চিত করা হবে।
শনিবার সকালে গাজীপুর মহানগরের মাধবপুর এলাকায় ১ নম্বর ওয়ার্ডের বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা বই বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী ৬ মাস পর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠান হবে এবং এক বছর পর স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এই দেড় বছরের মধ্যে দেশের সকল ভূমিহীন ও বাস্তুহীন মানুষকে বাসস্থান নিশ্চিত করা হবে।
দেশে কেউ গৃহহীন থাকবে না জানিয়ে মোজাম্মেল হক বলেন, গৃহহীন প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতেৃত্বে এ ধরনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মাধবপুর এলাকায় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রেজাউল করীম মোল্লা, অধ্যাপক আশ্রাফুল আলম আশকর, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনীন আক্তার সিন্ডা ও মাহমুদা আক্তার মুক্তাসহ অনেকেই।