রেমডিসিভির দেওয়া হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। ট্রাম্পের অবস্থা এখনও ভালো আছে বলে জানিয়েছেন তিনি। খবর সিএনএন’র।
এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে শতভাগ কার্যকরী কোনও ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি। সম্প্রতি রাশিয়া একটি ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে। তবে ট্রায়াল শেষ হওয়ার আগেই ঘোষণা দেওয়ায় সেটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে অনেকের।
করোনা আক্রান্ত ট্রাম্পের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
একই তথ্য জানিয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে, ‘ট্রাম্পের অবস্থা গুরুতর হওয়ার শঙ্কায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন উপদেষ্টা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে হাসপাতালে যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি ভালো আছি। কিন্তু সবকিছু যেন ঠিক থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি।’ স্ত্রীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ফার্স্টলেডি ভালো আছেন।’