কাজী সালাউদ্দিন টানা চারবার বাফুফে সভাপতি

কাজী সালাউদ্দিন টানা চারবার বাফুফে সভাপতি

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার (০৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে অর্থাৎ টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন।

বাফুফে সূত্রে জানা গেছে, নির্বাচনে সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। আরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র এক ভোট।

অন্যদিকে বাফুফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি ভোট পেয়েছেন ৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট।

শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি