লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনা সেনাদের মোকাবিলায় এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’ মোতায়েন করেছে ভারত।
দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও)-এর তৈরি ১,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় চীন অধিকৃত তিব্বত এবং শিনজিয়াং প্রদেশের অধিকাংশ অঞ্চলই চলে এসেছে বলে দাবি করা হয়েছে।
ডিআরডিও এর দাবি, ৬ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যে আঘাত হেনে শত্রু দমনের ক্ষেত্রে সাফল্যের হার ৯০ শতাংশ। লাদাখের নিয়ন্ত্রণ রেখায় চীনের পিপলস লিবারেশন আর্মি ইতোমধ্যেই ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে খবর সামনে এসেছে। তারই জবাবে এই পদক্ষেপ নিয়েছে ভারত।
নিয়ন্ত্রণরেখায় এবার ‘সীমিত সংখ্যা’য় সেই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে সেনা সূত্রের খবর। এর আগে গতকাল লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টানাপড়েনের মধ্যে ৫০০ কিলোমিটার পাল্লার ‘ব্রাহ্মস’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত।
সূত্র: আনন্দবাজার।