৩ ফেরিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পারাপার

৩ ফেরিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পারাপার

মুন্সিগঞ্জশিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে তিনটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে পরীক্ষামূলক তিনটি ফেরি চালু করে বিআইডব্লিউটিসি। ফেরিগুলো হলো-কুমিল্লা, ফরিদপুর ও ক্যামেলিয়া।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. সফিকুল ইসলাম জানান, রোববার দুপুর থেকে চায়না চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষামূলক তিনটি ফেরি চলাচল করে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কুমিল্লা ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া শিমুলিয়া ঘাটের উদ্দেশে ফরিদপুর ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি আসে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে ৫০টির মতো ট্রাক ও ১৫টির মতো ছোট গাড়ি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন