লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব-তামিমরা খেলার ছাড়পত্র পাচ্ছেন না

লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব-তামিমরা খেলার ছাড়পত্র পাচ্ছেন না

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে। তবে এরপরই বাংলাদেশের ক্রিকেটারদের লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রসঙ্গ উঠে আসে।

কিন্তু আগামী মাস থেকে আবার শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া লিগ। ফলে এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ পাঁচ জন ক্রিকেটারের নাম উঠে আসে এলপিএলের প্লেয়ার ড্রাফটে। কিন্তু তাদের খেলার অনুমতি দেবে না বিসিবি।

পাপন বলেন, ‘সাকিব তো ডিউ ডেটের আগে খেলতে পারবে না। ২৯ অক্টোবরের আগে না। অন্যদেরও কোনো সম্ভাবনা দেখি না। আমাদের এখানে তো লিগ শুরু হয়ে যাবে। ‘

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত