প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বরিশালে দোয়া মোনাজাত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বরিশালে দোয়া মোনাজাত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন

বরিশাল প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বরিশালে দোয়া মোনাজাত ও বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল উদ্বোাধন করা হয়। এ ম্যুরালটি দেশের সর্ববৃহৎ বলে দাবী করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ম্যুরালটির উন্মোচন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। মেয়র সাদিক আবদুল্লাহ জানিয়েছেন সিটি করপোরেশনের অর্থায়নে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের সর্ববৃহৎ এই ম্যুরাল উন্মোচন করা হয়েছে। ম্যুরাল উন্মোচনের সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি