একাধিক বৈদ্যুতিক খুঁটি পাতায় জড়ানো

একাধিক বৈদ্যুতিক খুঁটি পাতায় জড়ানো

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের প্রধান ফটকের পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একাধিক খুঁটি পরগাছা লতাপাতায় জড়িয়ে আছে। এতে ঝুঁকিতে থাকা বৈদ্যুতিক খুঁটির কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা যায়, জেলার গ্রাম-গঞ্জে এমনভাবে শত-শত বৈদ্যুতিক খুঁটির সাথে পরগাছা লতাপাতায় জড়িয়ে আছে। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ইমরান ও মেহেদি নামের দুজন ব্যক্তি জানান, বর্ষার কারণে তাদের এলাকায় পরগাছা লতাপাতা জড়িয়ে আছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একাধিক খুঁটিকে। পরগাছা লতাপতায় বিদ্যুৎ সঞ্চালন হয়। এজন্য যেকোনো সময় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা করছেন এলাকাবাসী।

তারা খুঁটিকে জড়িয়ে থাকা পরগাছা লতাপাতা কেটে পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আরুনাংশ চন্দ্র সেন বলেন, আমার জানা মতে কোনো পিলারে লতাপাতা জড়িয়ে নাই। আমাদের লাইন ক্লিয়ার।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন