নারী আটক বগুড়ায় নবজাতক চুরির ঘটনায়

নারী আটক বগুড়ায় নবজাতক চুরির ঘটনায়

বগুড়া: বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় ফাতেমাতুজ জোহরা শাওন (২৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নবজাতকসহ ওই নারীকে আটক করে পুলিশ।

শাওন বগুড়া সদর উপজেলার কলোনি চক ফরিদ এলাকার মো. আলীর স্ত্রী।

জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শজিমেক হাসপাতালে ওই নবজাতক জন্ম হয়। এরপর তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে আইসিইউয়ের ওয়েটিং রুমে ওই নবজাতককে রেখে স্বজনরা আইসিইউতে ওই ভর্তি প্রসূতিকে দেখতে যান। সেখানে থাকা এক ব্যক্তিকে ওই নবজাতকের দিকে খেয়াল রাখতে বলেন। নবজাতকের পাশে কাউকে না দেখে শাওন ওই নবজাতককে কোলে তুলে পালানোর চেষ্টা করেন। সেখানে থাকা এক ব্যক্তি নবজাতক তার কি হন জিজ্ঞাসা করলে শাওন কোনো উত্তর দিতে না পারায় ও তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে দুপুরে আটক করে থানায় নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী  জানান, আটক ওই নারীর বিরুদ্ধে সদর থানায় মানবপাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন