নতুন ডিসি চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে

নতুন ডিসি চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজকে চাঁপাইনবাবগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসানকে শরিয়তপুরের ডিসি নিয়োগ দিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আদেশে চাঁপাইনবাবগঞ্জের ডিসি এ. জেড. এম নুরুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক এবং শরিয়তপুরে ডিসি কাজী আবু তাহেরকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসাবেও দায়িত্ব পালন করে থাকেন। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন