ঢাকা: সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের পরবর্তী টোকেন আগামী ৪ অক্টোবর (রোববার) দেওয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
জানা গেছে, ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ৪০০ জনকে টোকেন দিয়েছে সৌদি এয়ারলাইন্স। ইতোমধ্যে এক হাজার ২০০ পর্যন্ত টোকেনধারীদের শনিবার টিকিট দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত এক হাজার ৫০০ নম্বরধারীদের টিকিট দেওয়া হবে। এছাড়া দুই হাজার ৪০০ নম্বর পর্যন্ত টোকেন দেওয়া হয়েছে। এর পরের নম্বর থেকে টোকেন আগামী ৪ অক্টোবর থেকে দেওয়া হবে। এ সময় পর্যন্ত সৌদি আরব যাওয়ার জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্সের টোকেন দেওয়ার দাবিতে দিনভর রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রবাসীরা। পরে পুলিশ প্রবাসীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।