ঢাকা: হোল্ডিং ট্যাক্সের বাইরে বাড়তি টাকা দিয়ে বাসাবাড়ি/দোকানের ময়লা পরিষ্কারের সিটি করপোরেশনের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে নগরবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পূর্ব জুরাইন মিষ্টির দোকানের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের জনগণ এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে হোল্ডিং ট্যাক্সের বাইরে বাড়তি টাকা দিয়ে বাসাবাড়ি/দোকানের ময়লা পরিষ্কারের সিটি করপোরেশনের সিদ্ধান্তে ময়লা অরাজকতার প্রতিবাদ এবং বাড়তি টাকা ছাড়া সিটি করপোরেশনকেই বাসাবাড়ি/দোকানের ময়লা পরিষ্কারের দায়-দায়িত্ব নেওয়ার দাবি জানানো হয়।
রোববারও (২৭ সেপ্টেম্বর) একই দাবিতে, একই স্থান ও সময়ে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে জুরাইনের বাসিন্দা রিজভী চেীধুরী, ইউসুফ রেজা, রাশেদ আকন্দ, সাগর ইসলাম, মিজানুর রহমানসহ অনেকেই উপস্তিত ছিলেন।