রাঙামাটিতে মানববন্ধন নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে

রাঙামাটিতে মানববন্ধন নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে

পার্বত্যাঞ্চলসহ সারা দেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন সহিংসতার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে ‘সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠন।

শনিবার বেলা ১১টায় সংগঠনটির উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সভাপতি রাম্রাচাই মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙামাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সীমা ত্রিপুরা, কলেজ শিক্ষার্থী সুমনা চাকমা প্রমুখ।

এ সময়ে বক্তারা অবিলম্বে পার্বত্যাঞ্চলসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জৈন্তাপুর ডিবি হাওরের লাল শাপলা পর্যটনের সৌন্দর্য হারাতে বসেছে কচুরিপানার আগ্রাসনে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সিমান্ত ভারতীয় ৩৪৯০ পিস ট্যাবলেট সহ ৪৮ বোতল সিরাপ আটক করেছে ৫৯ বিজিবি