সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক নববধূকে গণ-ধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় শহরের ট্রাফিক পয়েন্টে ‘ধর্ষণ ও নির্যাতন বিরোধী জনগণ’ এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এমসি কলেজে নববধূকে গণ-ধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি রাজনৈতিক পরিচয় বিবেচনায় তাদের রক্ষা না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুব্রত সরকার, জেলা যুব ইউনিয়নের সভাপতি তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মণি, জেলা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় স্বামীকে নিয়ে এমসি কলেজে ঘুরতে গিয়ে অন্তত ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর দ্বারা কলেজ ছাত্রাবাসে গণ-ধর্ষণের শিকার হন এক নববধূ।