টিকিটের কোন সমস্যা হবে না সৌদি যেতে: শাহরিয়ার

টিকিটের কোন সমস্যা হবে না সৌদি যেতে: শাহরিয়ার

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সৌদি আরবে যেতে টিকিটের কোন সমস্যা হবে না। সবাই যেতে পারবেন, সফর মাস শেষ হবার আগেই।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, ‘নিজের টিকিটটা আগে সংগ্রহের উদ্দেশ্যে সবাই একসাথে টিকিট কাটার চেষ্টা করছেন বলে ভিড় হচ্ছে বা মনে হচ্ছে টিকিটের সংকট হচ্ছে, যা সত্য নয়। প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বাড়ানো হবে। অযথা হৈ-হুল্লোড় বা তাড়াহুড়োর কোন প্রয়োজন নেই। দাম্মামেও ফ্লাইট পরিচালনার জন্য আমরা বলেছি এবং তা করা হবে। তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। কেউ বাদ যাবেন না। ’

ঢাকার সৌদি দূতাবাসের নির্দেশনা অনুযায়ী ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য নিয়ম মেনে আবেদনের অনুরোধ জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারে না গিয়েও এনসিপি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে: খায়রুল কবির খোকন