শিশুকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

শিশুকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

কুষ্টিয়াকুষ্টিয়ার কুমারখালীতে এক শিশুকে (৫) বলাৎকারের অভিযোগে নায়েব আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নায়েব আলী ওই এলাকার উকিল শেখের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেমর) সকালে শিশুটি তাদের বাড়ির আঙিনায় ধুলোমাটি নিয়ে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নায়েব আলী তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী শফিকের নির্জন বাড়িতে নিয়ে বলাৎকার করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তিনি দৌড়ে পালিয়ে যান।

ঘটনায় পরে শিশুটির মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১ তারিখঃ ২৫/০৯/২০২০। পরে মামলার পরিপ্রেক্ষিতে বিকেলে অভিযান চালিয়ে নায়েব আলীকে গ্রেফতার করা হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”