ভারতীয় মদের চালানসহ আটক ২

ভারতীয় মদের চালানসহ আটক ২

সিলেট: সিলেটে আড়াইশ’ বোতল ভারতীয় মদের চালানসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মদের চালানটি জব্দ করে পুলিশ।

গ্রেফতাররা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ি এলাকার মঈন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২৪) এবং একই গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩২)।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিরক সিংহের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দক্ষিণ কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় এসআই হিরক সিংহ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি