চট্টগ্রাম: ২০১৮ সালে নগরের বায়েজিদ থানায় দায়ের হওয়া নাশকতার আটটি মামলায় বিএনপি’র ১৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তরা হলেন- এরশাদ, ডা. ফরহাদ, গনেশ ভুট্টো, আকবর হোসাইন, ফখরুল ইসলাম, ইদ্রিস, হুমায়ুন কবির, জুয়েল, রুহুল আমিন, জাফর, জাহাঙ্গীর, খোকন, মনজুর আলম, খাজা স্বপন, হাসান সওদাগর ও নাসের।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, নাশকতার আটটি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বৃহস্পতিবার তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমি বিরোধিতা করি। আদালত শুনানি শেষে ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসব মামলায় ১০ জন আসামিকে বয়স ও শারিরীক অসুস্থতা বিবেচনায় আদালত জামিন দেন বলে জানান অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী।