ফরিদপুরের মধুখালীতে চিনি শিল্পের সার্বিক অবস্থা সম্পর্কে শ্রমজীবী ইউনিয়ন অফিসে সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর হাতে গড়া বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল রক্ষার্থে বৃহস্পতিবার সকাল ১১টায় চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও জন প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিনিকল রক্ষার্থে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য আহসানুজ্জামান আজাউল, দেবপ্রসাদ রায়, মধুখালী মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, সিপিবি নেতা হাজী মালেক সিকদার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মনোজ সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকন, জাতীয় পার্টির সভাপতি আলী আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা সুভাষ রায়, সিপিবির সাধারণ সম্পাদক শাহ কুতুবুজ্জামান।
অনুষ্ঠানে ফরিদপুর সুগার মিল রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেন এবং চিনি শিল্পকে বহুমুখী করে সরকারের অন্যতম রাজস্ব আদায়ের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।