ওসির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

ওসির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

রাজশাহী: বয়স ৫৫ পেরুলেও পুলিশের বিধি লঙ্ঘন করে দায়িত্ব পালন করছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান। অথচ নীতিমালা অনুযায়ী ৫৪ বছর বয়সের পর থানার ওসির দায়িত্বে থাকার সুযোগ নেই।গত ২১ সেপ্টেম্বর তিনি ৫৫ বছরে পা দিয়েছেন। বিধি অনুযায়ী ওই পদে থাকার আর কোনো সুযোগ তার নেই।জানা যায়, সনদ অনুযায়ী, ১৯৬৬ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ওসি শাহাদাত হোসেন খান। সেই হিসেবে ৫৪ বছর পেরিয়ে ৫৫ তে পা দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি নগর পুলিশের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন। বয়সসীমা পেরিয়ে গেলেও ওসির দায়িত্বে থাকতে আবারও তদবির শুরু করেছেন বলেও জানা যায়।জানতে চাইলে ৫৪ পেরিয়ে ৫৫ তে পা দেওয়ার কথা স্বীকার করেন ওসি শাহাদাত হোসেন খান। তিনি বলেন, আমার বয়স ৫৪ পেরিয়ে গেছে তা সত্য। তবে বয়সসীমার বিষয়ে জানা নেই।জানতে চাইলে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ৫৪ পেরিয়ে গেলে ওসির দায়িত্বে থাকার সুযোগ নেই। এমন একটি নির্দেশনাও রয়েছে পুলিশের। তাকেও এই নির্দেশনা মানতে হবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি