প্রথম ধাপের আনুষ্ঠানিক করোনা টেস্ট শেষ হলো টাইগারদের

প্রথম ধাপের আনুষ্ঠানিক করোনা টেস্ট শেষ হলো টাইগারদের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর এখনো নিশ্চিত হয়নি। কিন্তু এই সফরকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

এরই অংশ হিসেবে প্রথম আনুষ্ঠানিক করোনা পরীক্ষা করানো হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংবাদ মাধমে এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, টেস্ট সিরিজকে সামনে রেখে আয়োজক শ্রীলঙ্গা ক্রিকেট বোর্ড (এসএলসি) ঢাকা ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে দুটি কোভিড-১৯ পরীক্ষা করাতে বলেছে। তারই অংশ হিসেবে প্রথম ধাপের করোনা টেস্ট করানো হয়েছে।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘এটা হচ্ছে আমাদের প্রথম অফিসিয়াল কোভিড-১৯ টেস্ট। অফিসিয়াল বলতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দেশটিতে সফরের আগে আমাদের দুটি টেস্ট করাতে বলেছে। এর প্রথমটি আজ হলো। দ্বিতীয়টি ২৫ তারিখে। ‘

টিম হোটেলে থাকা ১৬ জন ক্রিকেটারের অনুশীলনে আসার আগেই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। আর বিসিবির একাডেমি ভবনে আইসোলেশনে থাকা ১১ ক্রিকেটারের নমুনা নেওয়া হয় দুপুরের পর।

ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। এই নিয়ে ২৭ জন ক্রিকেটারসহ মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে দুই দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হলেও তা বিসিবি নিজ উদ্যেগে করেছে বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত