করোনায় মৃত্যু ৫ হাজার প্রায়,   সাড়ে তিন লাখ ছাড়াল শনাক্ত

করোনায় মৃত্যু ৫ হাজার প্রায়,   সাড়ে তিন লাখ ছাড়াল শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪০ জন মারা গেছেন এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৭৯ জন

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭০৫ জন। মোট শনাক্ত হয়েছে তিন লাখ ৫০ হাজার ৬২১ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৫২ জন। মোট সুস্থ দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

অক্টোবরের শেষ দিকে এবং নভেম্বরে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা করছে সরকার। এক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১