করোনার টিকা সুলভ হবে না ২০২২ এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাস

করোনার টিকা সুলভ হবে না ২০২২ এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাস

স্বাভাবিক জনজীবনে ফিরতে ২০২২ সালের আগেই পর্যাপ্ত পরিমাণে টিকা হাতের নাগালে পাওয়ার সম্ভাবনা নেই। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথম এমন পূর্বাভাস দিয়েছেন।

সৌম্য স্বামীনাথম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বিভিন্ন দেশের কাছে সমানভাবে টিকা সরবরাহ করার যে উদ্যোগ (কোভ্যাক্স ইনিশিয়েটিভ) নেয়া হয়েছে তাতে করে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত কয়েক কোটি ভ্যাকসিন সরবরাহ করা যাবে; এর মাধ্যমে ১৭০টি দেশ হয়তো কিছু সংখ্যক ভ্যাকসিন ডোজ পাবে।

২০২২ সালের শেষ নাগাদ হয়তো এ ভ্যাকসিন উৎপাদন ২শ’ কোটিতে পৌঁছাবে। এর আগে সব দেশে অল্পসংখ্যক টিকার ডোজ পাবে; যা দিয়ে চাহিদা ক্ষুদ্র অংশ মেটানো সম্ভব। তাই সামাজিক দূরত্ববিধি মানা এবং মাস্ক না পরে যদি মানুষ চলতে থাকে তাহলে পরিস্থিতি এর আগে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি