এমি অ্যাওয়ার্ডসে বিজয়ী হলেন যারা

এমি অ্যাওয়ার্ডসে বিজয়ী হলেন যারা

টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান পর্যালোচনা করে প্রতি বছরের মতো এবারও দেওয়া হলো ৭২তম এমি অ্যাওয়ার্ডস ২০২০। তবে অন্যবারের মতো এবার করোনার জন্য জাঁকালো আয়োজন ছিল না।

 

স্থানীয় সময় রোববার (২০ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে মার্কিন তারকা জিমি কিমেল পুরস্কার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তবে পুরো মিলনায়তন ছিল ফাঁকা, দর্শকরা যুক্ত ছিলেন অনলাইনের মাধ্যমে। বিজয়ীরা ভার্চ্যুয়েলি তাঁদের পুরস্কার গ্রহণ করেন।

একসঙ্গে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়ার্ক, লন্ডন ও বার্লিনসহ মোট ২০টি শহরে ১০০টি মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে।

এবার পিওপি টিভির ”শিট’স ক্রিক” কমেডি ক্যাটাগরিতে মোট ৭টি পুরস্কার জিতেছে। লিমিটেড সিরিজ ক্যাটাগরিতে জয়ী এইচবিও’র ‘ওয়াচমেন’। আর ড্রামা সিরিজে ৭টি পুরস্কারের মধ্যে এইচবিও’র ‘সাকসেশন’ জিতেছে ৪টি পুরস্কার।

২৪ বছর বয়সী জেন্ডায়া ‘ইউফোরিয়া’র জন্য সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে ইতিহাস গড়ছেন।

৭২তম এমি অ্যাওয়ার্ডস পেলেন যারা:

সেরা ড্রামা সিরিজ: সাকসেশন (এইচবিও)

সেরা কেন্দ্রীয় অভিনেতা (ড্রামা সিরিজ): জেরেমি স্ট্রোং (সাকসেশন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): জেন্ডায়া (ইউফোরিয়া)

সেরা লিমিডেট সিরিজ: ওয়াচমেন (এইচবিও)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): মার্ক রুফালো (আই নো দিস মাচ ইজ ট্রু)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): রেজিনা কিং (ওয়াচমেন)

সেরা কমেডি সিরিজ: শিট’স ক্রিক (পিওপি)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : ইউজিনে লেভি (শিট’স ক্রিক)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : ক্যাথরিন ও’হারা (শিট’স ক্রিক)

সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): বিলি ক্রুডুপ (দ্য মর্নিং শো)

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জুলিয়া গার্নার (অজার্ক)

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : ড্যানিয়েল লেভি (শিট’স ক্রিক)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যানি মারফি (শিট’স ক্রিক)

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): ইয়াহিয়া আব্দুল-মতীন ২ (ওয়াচমেন)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): উজু আদুবা (মিসেস আমেরিকা)

সেরা ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)

সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ: স্যাটারডে নাইট লাইভ (এনবিসি)

সেরা রিয়্যালিটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: রুপাল’স ড্রাগ রেস (ভিএইচ১)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): আন্ড্রি পারেখ ”সাকসেশন” (হান্টিং)

সেরা পরিচালক (কমেডি সিরিজ):  অ্যান্ড্রু সিভিডিনো এবং ড্যানিয়েল লেভি ”শিট’স ক্রিক” (হ্যাপি এন্ডিং)

সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): মারিয়া শ্রেডার (আনঅর্থোডক্স)

সেরা পরিচালক (ভ্যারাইটি স্পেশাল): ডন রয় কিং (স্যাটারডে নাইট লাভ)

সেরা টেলিভিশন সিনেমা: বেড এডুকেশন (এইচবিও)

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন শামীমা তুষ্টি

ভারতীয় এজেন্ট দিয়ে সালমান শাহকে হত্যা করা হয়, দাবি মায়ের