স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সেই গাড়িচালক আব্দুল মালেককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-১ এর এ অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল সংবাদমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে আব্দুল মালেককে আটক করা কয়।
অধিদপ্তরের কর্মচারী হলেও মালেক ছিলেন প্রভাবশালী। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
মালেক একজন তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও ব্যবহার করতেন পাজেরো গাড়ি। তার ঢাকা শহরে বাড়ি, ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।