২০০ ট্রাক পিয়াজ দেশে প্রবেশের অপেক্ষায়

২০০ ট্রাক পিয়াজ দেশে প্রবেশের অপেক্ষায়

ভারত থেকে পিয়াজ রফতানি বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাজারে প্রতি কেজি ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু ভারতের মহদিপুর স্থলবন্দরে এলসি করা প্রায় ২০০ ট্রাক পিয়াজ আটকা পড়লেও এখনো ছাড় দেয়নি সেখানকার কর্তৃপক্ষ।

আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, আগের এলসিকৃত পিয়াজ দেওয়ার ব্যাপারে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে কথাবার্তা চলছে। অগ্রগতি হলে আজ-কালকের মধ্যে আটক পড়া ২০০ ট্রাক পিয়াজ সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করবে।

সোনা মসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মেসবাহুল হক মেসবাহ জানান, সোমবারের পর থেকে বন্দরে ভারতীয় পিয়াজের কোনো গাড়ি প্রবেশ করেনি। ফলে ভারতের মহদিপুর স্থলবন্দরে এলসি করা ২০০ ট্রাক পিয়াজ আটকে রয়েছে।

এদিকে, জেলায় পিয়াজের বাজার স্বাভাবিক রাখতে বাজার তদারকিতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার জেলা শহরের বিভিন্ন বাজারে পিয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি