সরকারি কম্পিউটার থেকে মোদির তথ্য উধাও, সন্দেহের তীর চীনের দিকে!

সরকারি কম্পিউটার থেকে মোদির তথ্য উধাও, সন্দেহের তীর চীনের দিকে!

ভারতের ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার (এনআইসি)-র কম্পিউটারে হানা দিয়েছে হ্যাকাররা। এরপরই ওই কম্পিউটার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অনেক তথ্যই চলে গেছে। এ ঘটনার সঙ্গে চীনের হাত থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীরা।

দিল্লি পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, প্রথমে অজানা একটি আইডি থেকে ই-মেল ঢুকে সরকারি দফতরের অ্যাকাউন্টে। তার পরেই কম্পিউটারের একের পর এক তথ্যের গোপনীয়তা নষ্ট হতে শুরু করে। দেখতে দেখতে পুরো কম্পিউটারের তথ্যই বেহাত হয়ে যায়। মোদী ও দোভালের পাশাপাশি ওই কম্পিউটারগুলিতে গুরুত্বপূর্ণ সরকারি আমলাদের অনেক তথ্যই ছিল।

দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল সেল জানিয়েছে, বেঙ্গালুরুর যে বেসরকারি সংস্থার দফতর থেকে ওই ইমেল পাঠানো হয়েছিল, তা ইতিমধ্যেই চিহ্নিত করেছেন তারা।

জানা যায়, কেন্দ্রীয় সরকারের তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ সংক্রান্ত বিষয় দেখভাল করে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনআইসি। সেপ্টেম্বরের শুরুর দিকে সেখানকার কম্পিউটারের সাইবার নিরাপত্তায় গুরুতর লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে বলে দিল্লি পুলিশের দাবি।

তদন্তকারীরা বলছে, পুরো ঘটনার পিছনের চীনের তথ্যপ্রযুক্তি সংস্থা শেনহুয়ার হাত থাকতে পারে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি