মসজিদের ওযুখানায় বিদুৎস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রি নিহত

মসজিদের ওযুখানায় বিদুৎস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জ নগরীর ২ নং বাবুরাইল এলাকায় একটি মসজিদের ওযুর পানির লাইনে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মনির (৫৫)। এতে আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন (৩৫)।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাবুরাইল এলাকার আজমেরি ল্যানের বায়তুল ফালাহ মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ২ নং বাবুরাইলের আজমেরি ল্যানের বায়তুল ফালাহ মসজিদের ওযুর হাউজে কাজ চলছিল। পানি বন্ধ হয়ে যাওয়ায় রড দিয়ে কাজ করার সময় রডের অপর পাশ ট্রান্সফর্মারের সঙ্গে লেগে শর্ট সার্কিটে স্যানিটারি মিস্ত্রি মনির (৫৫) মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন (৩৫)। মুয়াজ্জিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন