এসি মিলানের জয়

এসি মিলানের জয়

ইউরোপা লিগ বাছাইপর্বে জ্লাতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে এসি মিলান। ডাবলিনে আইরিশ ক্লাব শামরক রোভার্সকে ২-০ গোলে হারিয়েছে স্তেফানো পিওলির শিষ্যরা।

 

হাকান কালহানোগলুর পাস থেকে ২৩তম মিনিটে মিলানকে এগিয় দেন ইব্রা। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে ওঠেন ৩৮ বছর বয়সী তারকা। কিন্তু ৬৭তম মিনিটে সুইডিশ স্ট্রাইকারের শট রুখে দেয় রোভার্সের গোলপোস্ট।

তবে ফিরতি বল পান কালহানোগলু। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি টার্কিশ মিডফিল্ডার। গোল শোধের জন্য অবশ্য মরিয়া হয়ে লড়েছিল রোভার্স। তাদের আইরিশ ফরোয়ার্ড অ্যারন গ্রিনের তিনটি শট রুখে দিয়ে মিলানের জাল অক্ষত রাখেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত