বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম

বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম

বেনাপোল (যশোর): হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পথে দু’দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন  জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখায় বন্দরের দুই পারে প্রবেশের অপেক্ষায় কয়েকশ’ ট্রাক আমদানি ও রপ্তানি পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রব্যসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামাল রয়েছে। বিশেষ করে ভারতের প্রেট্রাপোলে আটকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৬ দিনে প্রবাসী আয় ২৩ হাজার ৩৯২ কোটি টাকা

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে