বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম

বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম

বেনাপোল (যশোর): হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পথে দু’দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন  জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখায় বন্দরের দুই পারে প্রবেশের অপেক্ষায় কয়েকশ’ ট্রাক আমদানি ও রপ্তানি পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রব্যসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামাল রয়েছে। বিশেষ করে ভারতের প্রেট্রাপোলে আটকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৬ দিনে প্রবাসী আয় ২৩ হাজার ৩৯২ কোটি টাকা

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে